| |
               

মূল পাতা রাজনীতি ‘উপদেষ্টাদের কর্মকান্ড দেখলে মনে হয় তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে’


‘উপদেষ্টাদের কর্মকান্ড দেখলে মনে হয় তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে’


রহমত নিউজ     30 October, 2024     10:48 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, বর্তমান উপদেষ্টার সামনে অনেক কাজ। সংষ্কার কাজ দ্রুততম সময়ের সম্পন্ন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু বর্তমান সময়ে কতিপয় উপদেষ্টার অতি উৎসাহী কর্মকান্ড দেখলে মনে হয় তারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, ১০ বছর চেষ্টা চালিয়ে শ্রীলঙ্কায় মানবাধিকারের কান্ট্রি অফিস খুলতে তারা ব্যর্থ হয়। ৩৬ জুলাই-এর অভ্যুত্থানের পর নানা দেশি-বিদেশী চক্রান্ত সক্রিয়। বাংলাদেশে জাতিগত কোন সংঘাত হয়নি যে, জাতিসংঘের মানবাধিকার অফিস খুলতে হবে। তাছাড়া ঐ অফিসের বিরুদ্ধে দেশে দেশে সমকামীতার প্রমোট করার অভিযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস কোনভাবেই খুলতে দেয়া যাবে না।

বুধবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন, পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার  আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে যেসব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী, লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি করা নিষিদ্ধ করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম। তখন যদি এ পদ্ধতি চালু করা হতো তাহলে হয়তো আওয়ামী লীগের মতো একটি দল এভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেত না।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে, ৫৩ বছর পর্যন্ত কোনো গরিব ধনী হয়নি, ধনীরা ধনী হয়েছে, যাদের ক্ষমতায় বসিয়েছি তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে।